এইমাত্র
  • দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
  • তীব্র দাবদাহে পুড়ছে এশিয়ার যেসব দেশ
  • ১৬ দিনেও খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্র সাইমুনের, উৎকন্ঠায় দরিদ্র পরিবার
  • 'হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ'
  • মৌলভীবাজারে ১৫৩ রোহিঙ্গার অবৈধ জন্মনিবন্ধন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ে ব্যাঙের বিয়ে
  • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইইউ
  • কক্সবাজারে র‍্যাব ও ডাকাতদলের গোলাগুলিতে প্রাণ গেল কৃষকের
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • আজ মঙ্গলবার, ১৭ বৈশাখ, ১৪৩১ | ৩০ এপ্রিল, ২০২৪
    আন্তর্জাতিক

    সন্ধান মিলল সূর্যের চেয়ে ৩৩ গুণ ভারী কৃষ্ণগহ্বরের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম

    সন্ধান মিলল সূর্যের চেয়ে ৩৩ গুণ ভারী কৃষ্ণগহ্বরের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম

    ছায়াপথের বৃহত্তম কৃষ্ণগহ্বর খুঁজে পাওয়ার দাবি করেছেন ফ্রান্সের গবেষকেরা। সূর্যের চেয়ে ৩৩ গুণ ভারী এটি। বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, নতুন আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটির নাম গাইয়া বিএইচ৩। মূলত, ইউরোপের মহাকাশ সংস্থার গাইয়া মিশনের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এটির খোঁজ পাওয়া যায়।

    গাইয়ার টেলিস্কোপ মূলত আকাশে কোনো নক্ষত্রের নিখুঁত অবস্থান শনাক্ত করতে পারে। এর তথ্য থেকে জ্যোতির্বিদেরা নক্ষত্রের ভর, কক্ষপথ ও তাদের অদৃশ্য সঙ্গীকে খুঁজে বের করতে পারেন। গাইয়া মিশনটি পৃথিবী থেকে ২ হাজার আলোকবর্ষ দূরে আকুইলা গ্রহাণুপুঞ্জে বিএইচ৩ নামের কৃষ্ণগহ্বরটিকে শনাক্ত করেছে।

    এর আগে যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির একদল গবেষকের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি গত মার্চে এক প্রতিবেদনে জানায়, নতুন সন্ধান পাওয়া কৃষ্ণগহ্বরটির আকার আমাদের সূর্যের চেয়ে ৩০ বিলিয়ন গুণের চেয়েও বড়।

    গবেষণা দলের প্রধান ড. জেমস নাইটিঙ্গ্যাল বলেন, ‘কৃষ্ণগহ্বরটির আকার এতই বড় যে তা বুঝাও আমাদের পক্ষে কঠিন।’

    তিনি বলেন, আপনি যদি রাতের আকাশের দিকে তাকান এবং আপনি যে সমস্ত তারা এবং গ্রহ দেখতে পাচ্ছেন তা গণনা করেন এবং সেগুলোকে একটি একক বিন্দুতে রাখেন তবে এটি এই কৃষ্ণগহ্বরের আকারের এক শতাংশের একটি ভগ্নাংশ হবে।

    তিনি আরও বলেন, এই কৃষ্ণগহ্বরটি মহাবিশ্বের বেশিরভাগ গ্যালাক্সির চেয়েও বড়।

    যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নাল ‘মান্থলি নোটিসেস’ প্রকাশিত এক নিবন্ধে ডারহাম ইউনিভার্সিটির গবেষকদের এই কাজের বিস্তারিত তুলে ধরা হয়।

    নিবন্ধে বলা হয়, গ্র্যাভিটেশনাল লেন্সিং পদ্ধতি ব্যবহার করে এ কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে এবং এই পদ্ধতিতে পরিমাপ করা প্রথম কৃষ্ণগহ্বর এটি।

    একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে, সেখান থেকে কোন কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মত তড়িৎ-চৌম্বকীয় বিকিরণও এই প্রচণ্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…