এইমাত্র
  • ইরানে ইসরায়েলি হামলা নিয়ে যা বললো জাতিসংঘ
  • এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ
  • ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
  • ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
  • মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
  • ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
  • নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
  • দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা!
  • আজ শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৩ জুন, ২০২৫
    দেশজুড়ে

    যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পিএম

    যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পিএম

    যশোরের শার্শা থানার নাভারন বুরুজবাগান গ্রাম থেকে হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারী মো. রায়হান (৩১) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

    বুধবার (১৭ এপ্রিল) ভোরে বুরুজবাগান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রায়হান যশোরের শার্শা থানার যাদবপুর গ্রামের মো. আহম্মদ এর ছেলে।

    র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী রায়হানকে ২০১৭ সালের ৮ মে ৫০০ গ্রাম হেরোইনসহ শার্শা পুলিশের হাতে গ্রেফতার হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে এসে আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

    ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর আসামি মো. রায়হানের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। শার্শা থানাকে আসামীকে গ্রেফতার করতে আদালত নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

    যশোর র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে শার্শার বুরুজবাগান গ্রামে আত্মগোপনে ছিল। তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…