গুগল থেকে লাইভ লোকেশন শেয়ার করার মাধ্যমে প্রিয়জন বা কাছের মানুষদের খুব সহজেই ট্র্যাক করা যায়। ফলে এখন আর কাউকে অযথা খোঁজাখুঁজি কিংবা নিরাপত্তার প্রশ্নে পড়ে থাকতে হয় না।
গুগল ম্যাপ এখন নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় যে কোনো স্থানের দূরত্ব, যাতায়াতের সবচাইতে নির্ভেজাল রুটসহ নানাবিধ ফিচার রয়েছে এতে। তবে লাইভ লোকেশন শেয়ারিং ফিচার আজকাল এতো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে, অধিকাংশই এই ফিচারের সুবিধা গ্রহণ করে থাকেন।
গুগল ম্যাপে যেমন যে কোনো শহরের রুট সম্পর্কে জানা যায়, তেমনি কোন রাস্তা ব্যবহার করলে সবচাইতে সুবিধাজনক উপায়ে কম সময়ে এবং যানজট মুক্ত রাস্তা ব্যবহার করে গন্তব্যে পৌঁছানো যায় সেই নির্দেশনা দেয় অ্যাপটি। তাই এর মাধ্যমে কাছের মানুষেরা কোথায় আছে তা যেমন জানা যায়, তেমনি বিপদে পড়লে লোকেশন শেয়ার করলে সহজেই উদ্ধার হওয়া সম্ভব।
লোকেশন শেয়ারের ফিচারটি ব্যবহার করতে প্রথমে গুগল প্লে-স্টোর থেকে গুগল ম্যাপ ডাউনলোড করতে হবে। এরপর গুগল ম্যাপে নিজের জিমেইলটি সংযুক্ত করতে হবে। সেখানে ডিভাইসের ডান পাশের উপরের দিকে জিমেইল অ্যাকাউন্টটির প্রোফাইল ছবি চিহ্নিত অপশনে ক্লিক করলেই অ্যাকাউন্ট সেটিংসে প্রবেশ করা যাবে।
এই সেটিংসেই লাইভ লোকেশন নামের একটি অপশন রয়েছে। সেই অপশনটি ক্লিক করলে অপশনটি চালু হবে। এরপর সেইখানে একটি লিংক পাওয়া যাবে, যা কাছের মানুষের যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেইলে শেয়ার করলে, সেই ব্যক্তি ঘরে বসেই লাইভ লোকেশন দিয়ে সবসময় তাকে লক্ষ রাখতে পারবে। তবে এর জন্য প্রতিনিয়ত ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
এসএফ