সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি কভার্ডভ্যান থেকে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মাদক মামলার আসামি বলছে র্যাব।
শুক্রবার (১৭ মে)ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চরহামকুড়িয়া এলাকার নাটোর-বনপাড়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটকরা হলেন-কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের নুরু মিয়ার ছেলে আলামিন (২২) ও বাঙ্গরাবাজার উপজেলার চাবিতলা গ্রামের ইসমত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি কভার্ডভ্যানে গাঁজা বহন করার গোপন সংবাদে র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে চরহামকুড়িয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর এক পর্যায়ে একটি কভার্ডভ্যান জব্দ করা হয়।
“এরপর ওই কভার্ডভ্যানে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় কভার্ডভ্যানে থাকা আলামিন ও এরশাদকে।”
এ ঘটনায় তাড়াশ থানায় মামলা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে আগের দুইটি মাদকের মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
এসএফ