সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পট্রাকের ধাক্কায় পলাশ আউলিয়া (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড় কুপোট এলাকায় নওয়াবেঁকী-কলবাড়ী সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত পলাশ উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি উপজেলার মুন্সিগঞ্জের জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে। স্থানীয়রা ডাম্পট্রাকটি আটক করেছেন।
নিহতের সহপাঠী সাদিক হোসেন জানান, তাঁরা দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। বড়কুপোট এলাকায় পৌঁছানোর পর ডাম্পট্রাকটি দ্রুতগতিতে মূল সড়কে ওঠার চেষ্টা করে। এ সময় ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে পলাশ ঘটনাস্থলে নিহত নন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, চাকার নিচে পড়ে ফুসফুস ফেটে ঘটনাস্থলে ওই তরুণের মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। মাত্র দুই দিন আগে উপজেলার হায়বাদপুরে ডাম্পট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দ্রুত এসব অবৈধ ডাম্পট্রাকসহ অপ্রাপ্তবয়স্ক চালকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এআই