লক্ষ্মীপুরের ইতিহাসে সবচেয়ে বড় মিলনমেলা হতে যাচ্ছে আগামী ১৯জুন। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রায় ৪৬০০শিক্ষার্থী এতে অংশ নেবেন। পরিণত হবে গুণীজনদের মিলনমেলায়। দেশ বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরব থাকবে আদর্শ সামাদ মাঠ। ইতোমধ্যে সকল প্রস্তুতিও শেষের দিকে।
রবিবার (১৬জুন) দুপুরে মিট দ্যা প্রেস আয়োজন করে বিষয়গুলো জানান আদর্শ সামাদ রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
এসময় তিনি আরো জানান, ১৩৭বছরের ইতিহাসে আদর্শ সামাদের এটি প্রথম রিইউনিয়ন। তাই তো সবার আকাঙ্খাটা একটু বেশিই। যাতে ৬৩টি ব্যাচ অংশ নেবে। দিনব্যাপী থাকবে নানান আয়োজন। উপস্থিত থাকবেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাকসুদ কামাল, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার সহ অসংখ্য গুণী ব্যক্তি। সন্ধ্যায় থাকবে দেশসেরা দুটি ব্রান্ডের পরিবেশনায় কনসার্ট।
মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন, প্রাক্তণ ছাত্র আবুল কালাম আজাদ, রাকিব হোসেন, সৈয়দ নুরুল আজিম বাবর, রাজু আহমেদ, রাজু হাসান সহ রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পিএম