বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল ৭ টায় সার্কিট হাউস ঈদগাহ ময়দানে ইমাম মাওলানা মো. সানাউল্লাহর পরিচালনায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ সর্বস্তরের কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
সার্কিট হাউস ঈদগাহ ময়দান ছাড়াও সকাল সাড়ে ৭টায় আবুল হোসেন ঈদগাহ মাঠে ইমাম মাওলানা মোহাম্মদ উল্লাহর পরিচালনায় দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত।
পাশাপাশি সকাল ৭টায় কড়ইতলা শামসুল হক ঈদগাহ মাঠে এবং সকাল ৯টায় বরগুনা জেলা কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে সকালে বরগুনার পাঁচটি উপজেলার মধ্যে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দান, পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দান, বামনা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দান, বেতাগী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, বেতাগী ঐতিহ্যবাহী বিবি চিনি শাহী মসজিদ প্রাঙ্গণে ও তালতলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পিএম