সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় শহরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বৃন্দাবন সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
সজীব মিয়ার সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদের পরিচালায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনাছ মোহাম্মদ, সুশান্ত দাস গুপ্ত, ধীরেন্দ্র মল্লিক, নাঈম আহমেদ ও ফয়সল মিয়া প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে কোটা বাতিলের দাবি জানান। অন্যথায় সারা দেশে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘মেধা না কোটা?, মেধা মেধা’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা’, ‘৭১ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেয়।
এসএফ