কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে হাত-পা বিচ্ছিন্ন এক রোহিঙ্গার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম নাজিম উদ্দিন (৪৭)। তিনি রোহিঙ্গা ক্যাম্প বি-২ ব্লকের মোহাম্মদের ছেলে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্তত ৮-১০ দিন আগে তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি জঙ্গলে ফেলে রেখে গেছে।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া শুরু করে। রাতে সাহেদা খাতুন নামে এক রোহিঙ্গা নারী মৃতের কোমরে থাকা সুতা এবং মরদেহের পাশে থাকা জামা-কাপড় দেখে তার স্বামী বলে শনাক্ত করেন।
এআই