জামালপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে ১হাজার পরিবারের মাঝে দ্বিতীয় বারের মতো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে ।
বুধবার (১০ জুলাই )দুপুর থেকে দ্বিতীয় বারের মতো দেওয়ানগঞ্জ পৌরসভার ওয়ার্ডসমূহে বানভাসি পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ,মোমবাতি, বিস্কুট, গ্যাস লাইট, খাবার স্যালাইন ও লবণ ত্রাণসামগ্রী বিতরণ করেন ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স দূর্গা এন্টার প্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক বাবু শ্যামল চন্দ্র সাহা।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ উমর ফারুক, সমাজ সেবক আজাদ, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মানিক উল্লাহ মানিক , উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ, ছাত্র নেতা জিয়ন সহ প্রমূখ।
এসএফ