এইমাত্র
  • ইরানে ইসরায়েলি হামলা নিয়ে যা বললো জাতিসংঘ
  • এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ
  • ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
  • ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
  • মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
  • ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
  • নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
  • দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা!
  • আজ শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৩ জুন, ২০২৫
    জাতীয়

    ‘চীন বাংলাদেশের জন্য ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেছে’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম

    ‘চীন বাংলাদেশের জন্য ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেছে’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম

    বাংলাদেশের সাথে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে সেদেশের প্রধানমন্ত্রী লি কিয়াং আজ বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা হিসেবে ১ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছেন।

    আজ (বুধবার, ১০ জুলাই) বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে এসব আলোচনা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।

    বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'মিয়ানমার ইস্যুতে প্রয়োজনে সেই দেশের সরকার ও আরাকান আর্মির সাথে চীন সরকার আলোচনা করবে বলেও জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট।'

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনদিনের চীন সফরে সবার নজর ছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের দিকে। যে বৈঠকটি গ্রেট হলে অনুষ্ঠিত হয় চীনের স্থানীয় সময় বিকেল ৪টায়।

    বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার অঙ্গীকার করেন দুই নেতা। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে চীন সরকারের সকল সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

    বৈঠক পরবর্তীতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশকে বিনা সুদে ঋণ দেয়াসহ আর্থিক অন্যান্য খাতে সহযোগিতা করতে খুব শিগগিরই চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।'

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের আহ্বান করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে রোহিঙ্গা ও মায়ানমার ইস্যুতে প্রয়োজনে সেই দেশের সরকার ও আরাকান আর্মির সাথে আলোচনার কথা জানান শিং জিনপিং।

    বৈঠকে পায়রাবন্দরসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা-বেইজিং সরাসরি বিমান চলাচলের ব্যাপারেও আলোচনা হয়েছে।

    সফরের সকল কর্মসূচি সম্পন্ন করে আজ রাত ১০টায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…