এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শসা চুরির জেরে সংঘর্ষ, আহত ২৭

    শেখ রাজেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:০৪ পিএম
    শেখ রাজেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:০৪ পিএম

    শসা চুরির জেরে সংঘর্ষ, আহত ২৭

    শেখ রাজেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:০৪ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার (১০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) রাতে জুলুস মিয়ার ছেলে জুয়েলের জমি থেকে জালাল মিয়ার ছেলে হৃদয় শসা চুরি করে। চুরির সময় জুয়েল তাকে আটক করে। পরে তার অভিভাবকদের বিষয়টি জানায় জুয়েল। অভিযুক্ত হৃদয়ের পক্ষে জালাল মিয়ার ভাই জুয়েলের হাত ধরে ক্ষমা চান। কিন্তু ক্ষমা চাওয়াকে ভালোভাবে নেয়নি তাদের পক্ষের মাতব্বর মীর্জা আলী। তিনি বিষয়টি অন্যভাবে দেখবেন বলে হুমকি দেন। জুয়েল মিয়ার লোকজনও পাল্টা হুমকি দেন। পরে ওই দিন রাতে দফায় দফায় মিটিং করে সকাল বেলায় সংঘর্ষে জড়ানোর সিদ্ধান্ত নেয় দুই পক্ষের লোকজন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব প্রস্তুতির আলোকে মীর্জা আলীর লোকজন ও জুয়েলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলে প্রায় তিন ঘণ্টা। এসময় দুই পক্ষের লোকজন আহত হয়। এর মধ্যে জুয়েল মিয়ার পক্ষের লোকজন হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মীর্জা আলীর লোকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

    সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, শসা চুরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের ২৭ জনের মতো আহত হওয়ার তথ্য পেয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…