এইমাত্র
  • শরীয়তপুরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ১০
  • ঢাকাসহ ১০ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী
  • ইরানে এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে
  • ১২ সেকেন্ডের তেলেসমাতিতে ৩০০ কোটি টাকা চুরি
  • আবারও বাড়লো স্বর্ণের দাম
  • ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নায়েব আলী
  • মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় পিছিয়ে বাংলাদেশের নারীরা
  • টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য কমবে: সাঈদ খোকন
  • অভিনেত্রীর ঝুলন্ত দেহ মিলল শিক্ষকের বাড়িতে
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    ঝড়ের কবল থেকে সহস্রাধিক পাখিকে আশ্রয় দিলেন ইউপি চেয়ারম্যান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৪, ০১:২৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৪, ০১:২৪ পিএম

    ঝড়ের কবল থেকে সহস্রাধিক পাখিকে আশ্রয় দিলেন ইউপি চেয়ারম্যান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৪, ০১:২৪ পিএম

    কালবৈশাখী ঝড়ের কবলে সহস্রাধিক চড়ুই পাখি গাছতলা থেকে পড়ে যেতে দেখে ইউনিয়ন পরিষদে নিজ কক্ষে এনে সেবা-আশ্রয় দিলেন কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের অ্যাডভোকট চেয়ারম্যান শরীফ কামাল। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    রবিবার (৫ মে) সন্ধ্যায় মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে এমন চিত্র দেখা গেছে।

    জানা গেছে, রবিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে বসবাস করা হাজারো চড়ুই পাখি পড়ে যেতে দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল গাছ থেকে পড়ে যাওয়া পাখির জন্য নিচে চট বিছিয়ে দেন। পরে পড়ে যাওয়া পাখিগুলো বালতিতে করে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে নিয়ে আসেন। সেখানে তিনি কিছু পাখির সেবা-শুশ্রুষাও করেন।

    স্থানীয় এলাকার বাসিন্দা সোহেল জানান, সন্ধ্যার পরে মিঠামইনে অনেক ঝড় হয়েছে। ঝড়ে ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে থাকা চড়ুই পাখিগুলো নিচে পড়ে যেতে থাকে। চেয়ারম্যান বিষয়টি দেখে পাখিগুলোকে তুলে পরিষদের নিজ কক্ষে এনে আশ্রয় দেন। এমন ভিডিও আমার মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

    মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামাল বলেন, কালবৈশাখী ঝড়ের সময় গাছ থেকে চড়ুই পাখিগুলো পড়ে যেতে দেখে গাছের নিচে চট বিছিয়ে দিই। যে পাখিগুলো গাছ থেকে পড়ে গেছে তা তুলে এনে পরিষদের আমার বসার কক্ষে আশ্রয় দিয়েছি। কম করে হলেও পাখির সংখ্যা হাজারের মতো হবে। ঝড় কমলে ধীরে ধীরে পাখিগুলোকে উড়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…