এইমাত্র
  • শরীয়তপুরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ১০
  • ঢাকাসহ ১০ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী
  • ইরানে এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে
  • ১২ সেকেন্ডের তেলেসমাতিতে ৩০০ কোটি টাকা চুরি
  • আবারও বাড়লো স্বর্ণের দাম
  • ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নায়েব আলী
  • মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় পিছিয়ে বাংলাদেশের নারীরা
  • টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য কমবে: সাঈদ খোকন
  • অভিনেত্রীর ঝুলন্ত দেহ মিলল শিক্ষকের বাড়িতে
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    বৃষ্টির রাতকে টার্গেট করেই ডাকাতির চেষ্টা করছিলেন তারা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ০৮:১৪ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ০৮:১৪ পিএম

    বৃষ্টির রাতকে টার্গেট করেই ডাকাতির চেষ্টা করছিলেন তারা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ০৮:১৪ পিএম

    কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    আটককৃত আসামীরা হলো, দাউদকান্দি উপজেলার মকবুল হোসেন (৩৭), মোঃ আকাশ মুন্সি (৪৩), মোঃ জামাল হোসেন (৪০), পার্শ্ববর্তী তিতাস উপজেলার এবাদুল (২৮), চাঁদপুরের কচুয়া উপজেলার সুজন (৩৭)।

    সোমবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন।

    ওসি মোজাম্মেল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানরাগামী রাস্তার ডান পাশে নির্জন জায়গায় ডাকাতি করার জন্য জড় হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে। এসময়, পুলিশ তাদেরকে উদ্দেশ্য করে ২৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে।

    পরে, ডাকাতরা দৌঁড়ে পালানোর সময় পুলিশও তাদের পিছু নেয় ও ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে, ১টি লোহার পাইপগান, ১টি ছোরা, ২টি কার্তুজ, ২টি রামদা ও ২টি লোহার পাইপ।

    তিনি আরো বলেন, আসামীরা সেখানে দাউদকান্দির মোহাম্মদপুর এলাকায় বাসা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে। তারা এর আগেও, বিভিন্ন সময়ে বাসা বাড়িতে একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে।

    তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাসা বাড়িতে ডাকাতি করার পূর্বে তাদের কিছু লোক সে এলাকায় রেকি করে যাতায়াতের পথ ঘটনার পূর্বেই জেনে নেয়। এছাড়াও তারা বৃষ্টির রাত, অমাবশ্যার রাত বা তার আগে ও পরে অন্ধকার রাত্রিকে টার্গেট করে ডাকাতি করে থাকে। এই ঘটনায় দাউদকান্দি থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…