এইমাত্র
  • ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্র মাহাদীর
  • একজন আদর্শ স্বামীর গুণাবলী
  • চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ৪৬ শতাংশ মানুষ
  • নতুন রেকর্ড গড়লেন ফারহান
  • বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে
  • পাকিস্তানে ট্রাক খাদে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত
  • নরসিংদীতে পুকুরে মিলল নারীর মরদেহ
  • আর ভিডিও বানাবে না পাকিস্তানি খুদে ভ্লগার সিরাজ
  • কালশীতে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশা চালকরা
  • গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    উপজেলা পরিষদ নির্বাচন : নাটোরে ৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ প্রার্থী

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ১২:৩৬ এএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ১২:৩৬ এএম

    উপজেলা পরিষদ নির্বাচন : নাটোরে ৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ প্রার্থী

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ১২:৩৬ এএম

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরে তিন উপজেলা পরিষদ নির্বাচনে ৮ পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ১৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী বুধবার (৮ মে) প্রথম ধাপে নাটোর সদর, সিংড়া এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

    নাটোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থী হলেন— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি জেলা ছাত্রলীগ মোক্তারুল ইসলাম আলম, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন মিলন, সাবেক ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ হিরা।

    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী হলেন— আব্দুল্লাহ আল সাকিব, আফসার আলী প্রামানিক, আব্দুর রাজ্জাক ডাবলু, আমিরুল ইসলাম, শরিফুর রহমান এবং নাজমুল সরকার।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী হলেন— কামরুন্নাহার এবং বিজলী আক্তার।

    নলডাঙ্গা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৯ প্রার্থী হলেন— নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ, বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, ঢাকা সিটি করপোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ শাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশারফ হোসেন জিল্লুর, নাটোর জেলা কৃষক লীগের আহ্বায়ক রবিউল ইসলাম পিপলু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন, বিএনপি নেতা সরদার আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম।

    ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন— রায়হান হোসেন, সেলিম রেজা, রুবেল আহমেদ, গোলাম মোস্তফা, সুজন আলী, আখতার হোসেন এবং খালেদ মাহমুদ।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী হলেন— মহুয়া পারভিন লিপি, মাসুদা পারভীন, রিনা পারভীন, রেনুকা হুজুর, শিরিন আক্তার, সাবিনা ইয়াসমিন।

    সিংড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন— সিংড়ায় আনিসুর রহমান, হান্নান আহমেদ এবং সজিব ইসলাম জূয়েল।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন— শামীমা হক রোজি, খাদিজা খাতুন এবং আঞ্জুমা আরা।

    জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    নলডাঙ্গা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    সিংড়া উপজেলা নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা মো. দেলোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।

    রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরে তিনটি উপজেলায় ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ মে এ নির্বাচন অনুষ্ঠিত। সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…