এইমাত্র
  • দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার
  • ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্র মাহাদীর
  • একজন আদর্শ স্বামীর গুণাবলী
  • চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ৪৬ শতাংশ মানুষ
  • নতুন রেকর্ড গড়লেন ফারহান
  • বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে
  • পাকিস্তানে ট্রাক খাদে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত
  • নরসিংদীতে পুকুরে মিলল নারীর মরদেহ
  • আর ভিডিও বানাবে না পাকিস্তানি খুদে ভ্লগার সিরাজ
  • কালশীতে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশা চালকরা
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    শরীয়তপুরে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ০২:০৩ পিএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ০২:০৩ পিএম

    শরীয়তপুরে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ০২:০৩ পিএম

    শরীয়তপুর সদরের আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

    মঙ্গলবার (০৭ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার আংগারিয়া বাজারের জুতাপট্টিতে এই ঘটনা ঘটে।

    স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদের জুতার দোকান থেকে প্রথম আগুনের সুত্রপাত ঘটে। এসময় সেই আগুন আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে পুড়ে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্যামল শীল বলেন, কয়েকদিন আগে ৩ লাখ টাকার মাল উঠাইছিলাম। তাছাড়াও দোকানো আরও অনেক টাকার মাল ছিলো। আগুনে আমার সব মাল পুড়ে গেছে। আমি সরকারের কাছ থেকে সাহায্য চাই।

    আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ বলেন, আমার দোকানের সকল মাল পুড়ে গেছে। দোকানের উপরে গোডাউন ছিল সেটাও পুড়ে গেছে। আমার অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এখন আমার উঠে দাঁড়াবার মত সামর্থ্য নেই।

    শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এই ঘটনায় ৫টি দোকান পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। এছাড়াও আরও ৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

    বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…