এইমাত্র
  • দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার
  • ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্র মাহাদীর
  • একজন আদর্শ স্বামীর গুণাবলী
  • চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ৪৬ শতাংশ মানুষ
  • নতুন রেকর্ড গড়লেন ফারহান
  • বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে
  • পাকিস্তানে ট্রাক খাদে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত
  • নরসিংদীতে পুকুরে মিলল নারীর মরদেহ
  • আর ভিডিও বানাবে না পাকিস্তানি খুদে ভ্লগার সিরাজ
  • কালশীতে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশা চালকরা
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    ইটনায় চাঞ্চল্যকর ফায়েম হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ মে ২০২৪, ০৩:৪৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ মে ২০২৪, ০৩:৪৫ পিএম

    ইটনায় চাঞ্চল্যকর ফায়েম হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ মে ২০২৪, ০৩:৪৫ পিএম

    কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার চাঞ্চল্যকর ফায়েম হত্যা মামলায় পলাতক আসামি মো. তৌফিকুল মিয়া ওরফে তহুকুলকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

    গ্রেফতার মো. তৌফিকুল মিয়া ওরফে তহুকুল ইটনা উপজেলার গজারিয়াকান্দা উত্তরপাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে।

    মঙ্গলবার (৭ মে) সকালে র‌্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদী জেলার শিবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব ও মামলা সূত্রে জানা যায়, ইটনা উপজেলার গজারিয়াকান্দা উত্তরপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানাধীন ছুলুরি মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ফায়েম মিয়া ওরফে বকুলকে (১৪) নিয়ে ২১ এপ্রিল বিকাল অনুমান ৩টার দিকে একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে আসামি মো. সাব্বির মিয়া(১৯), মো. তৌফিকুল মিয়া ওরফে তহুকুল(২২), আমিরগঞ্জ বাজার থেকে বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়।

    পরবর্তীতে ফায়েম বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজি করে না পেয়ে ফায়েমের পিতা জয়নাল আবেদীন (৪৭) গত ২৩ এপ্রিল ইটনা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করেন।

    পরবর্তীতে গত ২৪ এপ্রিল মিঠামইনের সিংগা গ্রামের ঝিনুক নদী থেকে ফায়েমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়েমের পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে মিঠামইন থানায় ২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

    এ বিষয়ে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং মামলার আসামি তৌফিকুলকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। সর্বশেষ নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে ইটনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…