দেশের বাজারে চাইনিজ পণ্যের ব্যাপক চাহিদা থাকায় চায়না থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রি করেন অনেকেই। আর তাই বাংলাদেশে বসে অনলাইনে পাইকারি দামে চীনে তৈরি বিভিন্ন পণ্য কেনার সুযোগ দিচ্ছে YOURC। পণ্য কেনার সময় অনলাইনে পণ্যের মূল্য পরিশোধের পাশাপাশি প্রয়োজনীয় ভ্যাট ও ট্যাক্স দেওয়ার সুযোগ থাকায় ফেইজবুক পেইজ এবং ওয়েবসাইট এর মাধ্যমে ক্রেতা ও ব্যবসায়ীরা সহজেই দেশে বসে চাইনিজ বিভিন্ন পণ্য কিনতে পারেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে YOURC কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, YOURC ফেইজবুক পেইজ এবং ওয়েবসাইটের মাধ্যমে সর্বনিম্ন কোয়ান্টিটিতে পণ্য চায়না থেকে কেনা যাবে। এর ফলে সাধারণ ক্রেতাদের পাশাপাশি পাইকারি ও খুচরা ব্যবসায়ী, নতুন উদ্যোক্তাসহ ই-কমার্স বা এফ-কমার্স ব্যবসায়ীরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারবেন। শুধু তা–ই নয়, দেশে বসেই চীনে তৈরি নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ফলে চীন ভ্রমণ করে পণ্য কিনতে হবে না। এতে ব্যবসার পরিচালনা ব্যয় কম হবে।
ইয়োর্সি ( YOURC) ব্যবস্থাপনা পরিচালক বলেন, ই-কমার্স যেরকম নতুন ধরণের সেবা গ্রাহকের জন্য নিয়ে এসেছে, তেমনই অনেক নতুন কর্মসংস্থানও সৃষ্টি করছে। ই-কমার্সের পুরো সাপ্লাই চেইনে অনেকগুলো ধাপ রয়েছে, সেখানে স্কিল এবং অভিজ্ঞতাভেদে অনেক ধরণের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের জনসম্পদ। আর ই-কমার্স ধীরে ধীরে বিশাল একটি জনগোষ্ঠীর আয়ের মাধ্যম এবং নির্ভরতার স্থান হিসেবে জায়গা করে নিচ্ছে।
ইয়োর্সি ( YOURC) উপ - ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসাইন বলেন, দেশের ছোট এবং মাঝারি ই-কমার্স এবং এফ-কমার্স ব্যবসায়ীদের জন্য চায়না থেকে পণ্য আমদানি ঝামেলা বহুল হওয়ায় YOURC তাদের জন্য সে সুযোগ করে দিচ্ছে। এতে করে পণ্য আমদানি সম্পর্কিত কাগজপত্র এবং বৈদেশিক মুদ্রার সমস্যা গুলো YOURC তাদের সমাধান করে দিচ্ছে। এভাবে YOURC গত তিন বছরে প্রায় ১০ হাজার উদ্যোক্তার পাশে থেকে তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
পিএম