ফুটবল বিশ্বের চোখ আজ সান্তিয়াগো বার্নাব্যুতে। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ২টায় মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। একই সময়ে অ্যাথলেটিকো বিলবাও আতিথ্য দেবে পিএসজিকে। এছাড়া আর্সেনালের প্রতিপক্ষে ক্লাব ব্রুগা, জুভেন্টাস খেলবে নবাগত পাফোসের সঙ্গে। নাপোলি লড়বে বেনফিকার বিপক্ষে, আর বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ বোডো।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ মানেই অপ্রতিরোধ্য।১৪ শিরোপা নিয়ে তারা এই প্রতিযোগিতার 'রাজা'। তবে গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগে তাদের যেই কয়টি দল চ্যালেঞ্জ জানিয়েছে তাদের মধ্যে অন্যতম ম্যানচেস্টার সিটি। এই দুই দলের মুখোমুখি লড়াই ভক্তদের মাঝে এমনই দাগ কেটেছে যে একে অনেকে ‘ইউরোপিয়ান ক্লাসিকো’ বলে থাকেন।
এদিকে আসন্ন ফিফা বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে। আর এই দুই দলের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও অ্যারলিং হল্যান্ড বর্তমানে বিশ্ব ফুটবল মাতাচ্ছেন। বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের মূল ভরসা হল্যান্ড।
ফলে বিশ্বকাপের আগে এই তারকার মুখোমুখি লড়াই আজ একবার দেখে নেওয়ার সুযোগ এসেছে ফুটবল ভক্তদের কাছে। যদিও এ ম্যাচে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে এমবাপ্পের উপস্থিতি নিয়ে আছে জল্পন। ম্যান সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে অনুশীলনে দেখা যায়নি এমবাপ্পেকে।
এছাড়া আগে থেকেই ভঙ্গুর অবস্থায় আছে রিয়ালের রক্ষণভাগ। ইনজুরির থাবায় রিয়াল দলে নেই দানি কার্ভাহাল, আলেকজান্ডার আর্নল্ড ও ডিন হুইসেন। রক্ষণভাগের আরেক ফুটবলার এইডার মিলিটাওকে নিয়েও আছে শঙ্কা। এবার সেই দলে যুক্ত হয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গাও। বড় ম্যাচের আগে তাকেও দেখা যায়নি অনুশীলনে।
এদিকে গুঞ্জন আছে একাধিক খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে রিয়ালের ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন কোচ জাবি আলেনসো। তবে বিষয়টি পুরো উড়িয়ে দিয়েছেন তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দল ঐক্যবদ্ধ আছে, দলের সবার মাঝে ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটা আছে। সবাই আত্মবিশ্বাসী যে, আমরা জিততে পারব। কারো মধ্যে কোনো সংশয় নেই। তবে সেজন্য আমাদের ভালো ছন্দে খেলতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতায় লড়তে হবে।’
এদিকে পুরোপুরি নির্ভার নেই ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলাও। ইনজুরির আগে থেকেই এ বাদ মাতেও কোভাসিচ ও রদ্রি। এবার শোনা যাচ্ছে জন স্টোনসও থাকছেন না আজকের ম্যাচে।
তবে সিটির জন্য আশার কথা হচ্ছে দুর্দান্ত ফর্মে আছেন আরলিং হল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১৫ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগেও ৫ গোল করেছেন তিনি।
ম্যানচেস্টার সিটির হেড কোচ পেপ গার্দিওলা বলেন, বার্সেলোনা, মাদ্রিদ কঠিনতর প্রতিপক্ষ, এমন ম্যাচে নানা চাপ কাজ করে। শুধু মাঠের খেলা নয়, অন্য বিষয়ের সঙ্গেও লড়তে হয়।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ:
থিবো কর্তোয়া, ফেদে ভালভার্দে, রাউল এসেন্সিয়ো, এন্তোনিও রুডিগার, আলভারো কেরেরাস, চুয়োমেনি, ড্যানি ক্যাবালস, আর্দা গুলার, জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র, ফ্রন গার্সিয়া।
ম্যানচেস্টার সিটির সম্ভাব্য একাদশ:
দোন্নারুমা, ম্যাথিউস নুনেস, রুবিন ডিয়াস, জেসকো গ্যাভার্দিয়ল, ও’রেলি, নিকো গঞ্জালেস, রায়ান সেরকি, রাইজেনডার, ফিল ফোডেন, জেরেমি ডকু, আরলিং হল্যান্ড।
আরডি