এইমাত্র
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটার
  • বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে
  • ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক
  • বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
  • নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক
  • যবিপ্রবি সাংবাদিক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২১ ডিসেম্বর
  • নাশকতাকারীদের দেশত্যাগ রোধে হিলি সীমান্তে বিজিবির সর্তকতা, টহল জোরদার
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

    ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

    শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করে তিনি ইসলামী আন্দোনে যোগ দেন। এ সময় ইসলামী আন্দোলনের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গত ৯ ডিসেম্বর তিনি ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্য ফরম পুরন করেন।

    জানা যায়, আবদুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। টানা চারবার বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় ২০১৬ সালে তাকে দল থেকে বহিস্কার করা হয়। আবদুর রউফ তালুকদার ও তার কর্মী সমর্থকদের প্রত্যাশা ছিল তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নতুন কমিটিতে স্থান দেওয়া হবে।

    দফায় দফায় বৈঠক হলেও সমঝোতা না হওয়ায় ২০২৫ সালে গঠিত উপজেলা বিএনপির নতুন কমিটিতে তিনি ও তার সমর্থকরা স্থান পান নি।

    গত ১৯ নভেম্বর সমাবেশ করে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি পদে প্রার্থীতা ঘোষনা করেন তিনি। সেই লক্ষেই তার কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছিলেন। হঠাৎ গত কয়েকদিন ধরেই গুঞ্জন উঠে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে এই আসনে ৮ দলীয় জোটের প্রার্থী হবেন আবদুর রউফ তালুকদার। অবশেষে শনিবার বরিশাল গিয়ে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের হাত ধরে দলে যোগ দেন বিএনপির এই সাবেক নেতা। তবে প্রার্থীতা নিয়ে কোন কথা বলেন নি ইসলামী আন্দোলনের নেতারা।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির বকশীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘আবদুর রউফ তালুকদার ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। তবে নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তের আগে কোন মন্তব্য করতে চাই না।’

    এ ব্যাপারে জানতে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…