এইমাত্র
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
  • বিজয় দিবস ক্রিকেট ম্যাচের স্কোয়াড ঘোষণা করল বিসিবি
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটার
  • বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে
  • ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক
  • বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
  • নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সিরিয়ায় ২ মার্কিন সেনা নিহতের ঘটনায় কঠোর প্রতিশোধের হুমকি ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

    সিরিয়ায় ২ মার্কিন সেনা নিহতের ঘটনায় কঠোর প্রতিশোধের হুমকি ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
    সংগৃহীত ছবি

    সিরিয়ার পালমায়রাতে জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের হামলায় মার্কিন ২ সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। তিন মার্কিনি নিহত হওয়ার ঘটনায় আইএসআইএসের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শনিবার (১৩ ডিসেম্বর) আইএসআইএসের এক সদস্য অতর্কিতভাবে হামলা চালান। এই সেনারা সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যৌথ টহল দিচ্ছিলেন।

    ডোনাল্ড ট্রাম্প বলেন, “সিরিয়ায় তিন অসাধারণ দেশপ্রেমিকের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। নিহতদের মধ্যে দুজন সেনা এবং বেসামরিক দোভাষী আছেন। আমরা আহত তিনজনের জন্যও প্রার্থনা করছি। নিশ্চিত হওয়া গেছে তারা চিকিৎসায় বেশ ভালো উন্নতি করছেন। এটি ছিল যুক্তরাষ্ট্র ও সিরিয়ার ওপর আইএসআইএসের হামলা। এই হামলা হয়েছে সিরিয়ার খুবই বিপজ্জনক জায়গায়। যেখানে সিরিয়ার সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা হামলার ঘটনায় খুবই ক্ষুব্ধ এবং ব্যথিত হয়েছেন। এ ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়া হবে।”

    গত বছর স্বৈরশাসক বাসার আল-আসাদকে হটিয়ে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় আহমেদ আল-সারার ইসলামপন্থি দল। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার সম্পর্কের উন্নতি ঘটে। গত মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন সারা।

    বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটিই দেশটিতে মার্কিন সেনাদের ওপর চালানো প্রথম কোনো হামলা।

    সিরিয়ার এক সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার সময় সিরীয় ও মার্কিন সামরিক কর্মকর্তারা আলোচনা করছিলেন। পালমায়রার একটি সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে।

    তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যেখানে হামলা হয়েছে সেখান সিরিয়ার বর্তমান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।

    সূত্র: আল-আরাবিয়া

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…