ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণায় স্পষ্ট নির্দেশনা দিয়েছে ৪৮ঘন্টার মধ্যে সকল ব্যানার, ফেস্টুন, পোষ্টার, দেওয়াল লেখনি নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।
কিন্তু রবিবার (১৪ ডিসেম্বর) ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও ঢাকার ধামরাই উপজেলায় নির্বাচন কমিশনারের ঘোষণাকে উপেক্ষা করে প্রার্থীদের ব্যানার ফেস্টুন অপসারণ করতে দেখা যায়নি।
ধামরাই উপজেলা পরিষদের মূল ফটকের গেইট সহ প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার এসমস্ত উপকরণ অপসারণে কার্যত কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি, যা ইসির ঘোষনাকে উপেক্ষা করার শামিল।
ধামরাইয়ে রাজনৈতিক নেতাদের ইসির এমন আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি বলেন, তফসিল ঘোষণার পর থেকে মাইকিং করে ব্যানার ফেস্টুন অপসারণ করতে বলা হয়েছে। যেহেতু প্রার্থীরা নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন অপসারণ করেনি আমরা অতি দ্রুত এসব অপসারণের কাজ শুরু করব।
তিনি আরো বলেন, ধামরাইয়ে যদি ব্যানার-ফেস্টুনের পরিমান বেশি হয়, আমাদের ক্যাপাসিটির বাহিরে চলে যায়, সেক্ষেত্রে প্রার্থীদের ডেকে আবারো অপসারণের নির্দেশ দেওয়া হবে। পরবর্তীতে কোন প্রার্থী নির্দেশনা অমান্য করলে আমাদের জরিমানা করার নির্দেশনা রয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে চান বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআর