বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের কলেজগেট এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পরিচিত সভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করলে আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশের সবাই ভালো থাকবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান—এই তিনজনই কখনো জনগণের বিরুদ্ধে অবস্থান নেননি। বিএনপি সবসময় জনগণের পক্ষে রাজনীতি করেছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে জামায়াত জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, এরশাদ জনগণের বিরুদ্ধে গেছে, শেখ হাসিনা ফ্যাসিস্টে পরিণত হয়েছেন। আর বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে জনগণের পক্ষে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এ কারণেইমানুষ বিএনপিকে ভালোবাসে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। ব্যবসায়ীরা নির্যাতিত হয়েছেন, মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র বিএনপি করার কারণে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কষ্ট সহ্য করেছেন।
তিনি বলেন, সোনা পুড়লে যেমন খাঁটি হয়, ইস্পাত আগুনে পুড়লে যেমন আরও শক্ত হয়—ঠিক তেমনি এই ১৭ বছরে বিএনপির প্রতিটি নেতাকর্মী সোনার মতো খাঁটি ও ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে। তাই বিএনপিকে পরাজিত করার মতো শক্তি বাংলাদেশে এখনও সৃষ্টি হয়নি।
জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসকে/আরআই