হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টা নাগাদ তাকে বিমানবন্দরে বরণ করা হয়।
এর আগে ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।
বিমানবন্দরে নেমে প্রথমে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান।
এরপর লাউঞ্জে যাওয়ার পর ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন তার শাশুড়ি। এসময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান সঙ্গে ছিলেন।
এইচএ