দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানকে বরণ করে নিতে লোকে লোকারণ্য হয়ে গেছে ৩০০ ফিটের এক্সপ্রেসওয়ে। আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়ে পৌঁছাবেন সেখানে।
তারেক রহমান ইতোমধ্যেই পূর্বাচলের ৩০০ ফিটের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাস্তার দুই পাশে মানুষ তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকেই। তাদের অভিবাদনের জবাব দিতে তারেক রহমান ঠিক উইন্ডশিল্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।
এমআর-২