এইমাত্র
  • শহীদ ওসমান হাদি চেয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক: তারেক রহমান
  • মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
  • তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম
  • ‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’
  • আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
  • হাদি হত্যায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
  • ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি
  • তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’
  • ১৭ বছর পর মাতৃভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান
  • তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি
  • আজ বৃহস্পতিবার, ১১ পৌষ, ১৪৩২ | ২৫ ডিসেম্বর, ২০২৫
    লাইফস্টাইল

    সাইবেরিয়ান বিড়াল জেবু কোন প্রজাতির ও বৈশিষ্ট্যের

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

    সাইবেরিয়ান বিড়াল জেবু কোন প্রজাতির ও বৈশিষ্ট্যের

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল ‘জেবু’। তাকে ঘিরে বিড়ালপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

    আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে জেবু ঢাকায় এসেছে। জেবুকে একটি বিশেষ খাঁচায় করে আনা হয়েছে। পরে যথাযথভাবে জেবুকে বিমান থেকে নামিয়ে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে রয়েছে জেবুর ব্রিড ও লাইফস্টাইল সম্পর্কে।

    চলুন জেনে নেয়া যাক-

    সাইবেরিয়ান জাতের এই লোমশ বিড়ালটি মূলত তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোষা বিড়াল। যার বয়স এখন সাত বছর। বাংলাদেশে যেখানে সাধারণত দেশি কিংবা পার্সিয়ান জাতের বিড়ালই বেশি দেখা যায়, সেখানে সাইবেরিয়ান প্রজাতির একটি বিড়াল স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি করেছে।

    সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলক বড় হয়। শরীরজুড়ে থাকে ঘন ও নরম লোম। স্বভাব শান্ত হলেও এরা বেশ আত্মবিশ্বাসী এবং মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। পরিবারের কেউ মন খারাপ করলে এরা তা বুঝতে পারে এবং পাশে এসে বসে থাকে। এ কারণেই এই জাতের বিড়ালকে অনেকেই ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ হিসেবেও দেখেন।

    জেবু মূলত রাশিয়ায় উৎপত্তি হওয়া সাইবেরিয়ান প্রজাতির বিড়াল। এই জাতের বিড়ালের ওজন সাধারণত ৪ থেকে ৯ কেজির মধ্যে হয়ে থাকে। পুরুষ বিড়ালগুলো আকারে তুলনামূলক বড় হয়। এদের শরীরে থাকে তিন স্তরের ঘন লোম, যা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য বিশেষভাবে উপযোগী। স্বাস্থ্য ভালো রাখতে এদের প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি খুবই জরুরি।

    শান্ত স্বভাব, আকর্ষণীয় গড়ন এবং তুলনামূলকভাবে অ্যালার্জি কম হওয়ার কারণে বিশ্বজুড়েই এই জাতের বিড়াল জনপ্রিয়তা পেয়েছে। ১৯৮০ ও ৯০-এর দশক থেকে ইউরোপ ও আমেরিকায় এই জাতের বিড়ালের জনপ্রিয়তা বাড়তে থাকে। বাংলাদেশে এই প্রজাতির বিড়াল খুব একটা দেখা না যাওয়ায় জেবুকে ঘিরে আগ্রহ আরও বেশি তৈরি হয়েছে।

    চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের শুরু। পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে ওঠে।

    জেবুর জনপ্রিয়তা প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…