ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ শীর্ষ তিন নেতা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের নিকট তারা অব্যাহতি প্রদান করেন।
পদত্যাগকারীরা হলেন, ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
জাহিদুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন, তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেবার মালিক আল্লাহ্।
জানা যায়, গণঅধিকার পরিষদে যোগদানের আগে জাহিদুর রহমান খান দুলাল পাবনার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকার মতিঝিল থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তবে পরে তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন।
পরে ২০২২ সালের জানুয়ারি মাসে তার উদ্যোগে গণঅধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা কমিটি গঠিত হয়। এতে ৩১ সদস্যের কমিটিতে জাহিদুর রহমান দুলাল সভাপতি ও হোসাইন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার কারণেই তিনিসহ তিন নেতা গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছেন।
আরডি