চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় যুবলীগ নেতা মো. নাছির (৩৩), ওরফে গিট্টু নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার উত্তর চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত গিট্টু নাছির ওই এলাকার মৃত মোহাম্মদ জালাল সওদাগরের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গিট্টু নাছিরের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে অবৈধ অস্ত্র রাখা, মাদকদ্রব্য ইয়াবা কারবার এবং বিএনপির একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তার নাম রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ অভিযানের মাধ্যমে যুবলীগ নেতা মো. নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এনআই