রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাচারিবাড়ি বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
বাবুল (৫৫) ওই ইউনিয়নের পালট এলাকার আনসার আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, চায়ের দোকানে আড্ডার একপর্যায়ে শীত নিয়ে কথাবার্তা থেকে খালে ডুব দেওয়ার বিষয়টি ওঠে। পরে তিনি খালে নেমে একটানা ১০১ বার ডুব দেন। ডুব শেষে অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত লিটন হাওলাদার জানান, তিনি কোনো বাজি ধরেননি। সুলতান মোল্লা নামে এক ব্যক্তি বাজির কথা বলেন। তিনি বাবুল মোল্লাকে খালে নামতে নিষেধ করেছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডাজনিত হাইপোথার্মিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনআই