জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ শাখাওয়াত হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাখাওয়াত হোসেন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং পুলিশ সুপারের নির্দেশনায় জেলার ধরঞ্জি ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় শাখাওয়াতের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ট্যাপেন্টাডল ও বিদেশি মদ কেনাবেচার মুহূর্তে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে ট্যাপেন্টাডল সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
ওসি আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে।
এনআই