বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকা।
দীর্ঘ ১৭ বছর পর গতকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে আসার খবরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উচ্ছ্বসিত হতে দেখা যায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুম্মার নামাজ আদায় করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে আসবেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আসার সংবাদে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষায় রয়েছেন জাতীয় স্মৃতিসৌধের সামনে। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন তারেক রহমানকে স্ব-চোখে দেখার জন্য।
সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে পুরো এলাকায়।
এসএম