নানা নাটকীয়তা আর ঘটনাপ্রবাহের পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৬ ডিসেম্বর) ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়।
সিলেট টাইটান্সের স্কোয়াড:
সাইয়াব আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাই জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), এথহান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স:
তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, সান্দীপ লামিচানে, আব্দুল গাফফার, মেহরব হোসেন।
আরডি