বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে। ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে সম্প্রতি নিহত শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়া শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। এ সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাত করতে দেখা যায়।
এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মাঠের চারপাশে একসঙ্গে উড়ে যায় প্রায় ২৫ হাজার বেলুন। একই সময় স্টেডিয়ামে প্রদর্শিত হয় ডে-লাইট ফায়ারওয়ার্ক।
উদ্বোধনী আয়োজনের পর ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্স স্বাগতিক সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
আরডি