প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়েছে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শুক্রবার বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বাণিজ্যিক ভবনটির আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৯টি ইউনিট কাজ করে।
এফএস