ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ১৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার পর থেকে ফেরিগুলো চলাচল শুরু হয়েছে ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, রাত থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মক ভাবে কমে যায়। এতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ দুই দফায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে আজ সকাল পর্যন্ত ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।’
তিনি আরও বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। বর্তমানে নৌরুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে।’
ইখা