এইমাত্র
  • যশোরে কনকনে ঠান্ডা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে
  • ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু
  • ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত
  • যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ব্যাহত হাজারো ফ্লাইট
  • মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম
  • ‘তারেক রহমান সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন’
  • হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
  • দাউদকান্দিতে ডাকাত সর্দারসহ ৭ জন গ্রেপ্তার
  • ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা
  • গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • আজ শনিবার, ১৩ পৌষ, ১৪৩২ | ২৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

    কিশোরগঞ্জে মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

    কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিতদের আয়োজিত মশাল মিছিলে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের চন্দু মিয়ার ছেলে।

    তিনি মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। মিজানুর রহমান ছিলেন ত্যাগী, আদর্শিক ও নম্রস্বভাবের রাজনৈতিক কর্মী। দলীয় কোনো সুযোগ-সুবিধা নয়, বরং সংগ্রাম আর সহযোদ্ধাদের পাশে থাকা ছিল তার জীবনের ধারা।

    জানা যায়, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে আয়োজিত মশাল মিছিলটি বের হলে হঠাৎ করেই মিজানুর রহমান বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সঙ্গে সঙ্গে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে হাসপাতালে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সংবাদে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্টঅ্যাটাক) তার মৃত্যু হয়েছে।

    মশাল মিছিলের নেতৃত্ব দেন মনোনয়নবঞ্চিত চার নেতা। তারা হলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন।

    এ বিষয়ে জানতে চাইলে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ‘সন্ধ্যার পরে আমাদের কর্মসূচির অংশ হিসাবে পুরাতন স্টেডিয়াম থেকে মশাল মিছিলটি বের করি। মিছিল চলাকালীন হঠাৎ করে মিজানুর রহমান অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এমন মৃত্যু আমাদের জন্য খুবই মর্মান্তিক।’

    এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘মশাল মিছিল চলাকালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীতজনিত কারণে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

    এদিকে, মিজানুর রহমানের মৃত্যুতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর প্যারাভাঙ্গা মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানকে দাফন করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…