চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাজারের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাহার বাজারের জয়নালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নিহত সাব্বির হোসেন ফরিদগঞ্জ উপজেলার শালদহ ছৈয়াল বাড়ির বাসিন্দা এবং তিনি ওই মুদি দোকানের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ এবং মাওলানা শাহ আলমের হার্ডওয়ারের দোকান পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইখা