রাজশাহীর পুঠিয়ায় ইয়াদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাচেন মন্ডলের ছেলে।
জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে ইয়াদ আলী তার গোয়াল ঘরের তীরের সঙ্গে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা লাশটি নামিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। পরে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। কিন্তু গোয়াল ঘরের মেঝে থেকে তীরের দূরত্ব কম। এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তাই লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেশী ও স্থানীয়রা জানান, গোয়াল ঘরের তীরের সঙ্গে রশিতে ঝুলে ছিলেন ইয়াদ আলী। কিন্তু বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, বয়োবৃদ্ধ ইয়াদ আলীর রশিতে ঝুলে আত্মহত্যা করার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তাই তাকে উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ইখা