সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাইনাদী মধ্যপাড়া এলাকার রফিক মিয়ার বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই মোঃ আশরাফ উদ্দিন জানান, রফিক মিয়ার বাড়িতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে যুবকের মরদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। পার্শ্ববর্তী একটি খেলার মাঠ থেকে ওই যুবকের জুতা এবং ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও প্লাস উদ্ধার করে পুলিশ।
নিহত হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকার ফজল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মৃত আব্দুল আজিজ।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানে একটি বাড়ীর হাইভোল্টেজের বৈদ্যুতিক তার কাটা ছিলো। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও একটি প্লাস উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন চুরি করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন করতে গিয়ে শর্টসার্কিট থেকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
ইখা