ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মিসেস নুজহাত আনোয়ার। রোববার (২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ডিএসই পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়।
নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এ কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক সিনিয়র নেতৃত্বের দায়িত্ব পালন করেন।
আইএফসিতে তার দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারী ও পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের ভূমিকা।
এছাড়া তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসি কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেন এবং গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে প্রায় ১৬ বছর বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন। ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি, ট্রানজ্যাকশন সার্ভিসেস এবং মার্কেট অ্যাডভোকেসিতে তার বিশেষ দক্ষতা রয়েছে। নুজহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
আরডি