এইমাত্র
  • চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম
  • মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যে বুট পায়ে ২০২৬ বিশ্বকাপ মাতাবেন মেসি
  • দর্শনায় ১৪ ভারতীয়কে পুশব্যাক
  • কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ
  • ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
  • যুব বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
  • দল ছাড়লেন এনসিপির আরেক নেতা
  • জীবননগরে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরেছে বাজারে
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার
  • আজ রবিবার, ১৪ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

    ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

    ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণ এর সঙ্গে বিজিবির সভা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তবে মাদকের বিস্তার রোধে এসব সভা, সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা নিয়েও সংশয় এলাকার সচেতন মহলের। ভারতীয় মাদকে সয়লাব সীমান্তবর্তী এলাকাগুলোতে। যেন হাত বাড়ালে যেখানে সেখানে মিলছে মাদক। ইয়াবা, ফেন্সিডিল, ফায়ারডিল, ট্যাপেন্টাডলসহ নানান রকম ভারতীয় মাদক সীমান্ত দিয়ে আসছে বাংলাদেশে।

    মাদক একটি সামাজিক ব্যাধি। যা বর্তমানে যুবসমাজ নষ্টে বেশ তোড়জোড় ভুমিকা রাখছে। যুবসমাজকে নিস্তেজ করণের পাশাপাশি মাদকাশক্তি যুবসমাজ এর নিকট থেকে কেঁড়ে নিচ্ছে কর্মক্ষমতা। যার ফলে দিনদিন বাড়ছে বেকারের সংখ্যা ও পারিবারিক অশান্তি। দ্রুত মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজ রক্ষার্থে ভারত থেকে মাদকের চালান রোধ বেশ জরুরী বিষয় হয়ে দাড়িয়েছে। সীমান্ত দিয়ে অবাধে আসা ভারতের মাদকদ্রব্য দেশের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। গত কয়েক মাসে সীমান্তে উদ্বেগজনক ভাবে বাড়ছে মাদকের চোরাচালান। অনকের ধারণা মাদক পাচারে প্রশাসনের লোকজনের সঙ্গে চোরাকারবারিদের রয়েছে বন্ধুত্বের সম্পর্ক।

    বিজিবির বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যমতে, গত ১৯ ডিসেম্বর উপজেলার ফার্শিপাড়া এলাকা থেকে ২০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবু বক্কর সিদ্দিক নামে একজন আটক করেন বিজিবি। এছাড়াও ২১ ডিসেম্বর মইশড় এলাকায় অভিযান চালিয়ে ৫০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জিতেন পাহানকে আটক করা হয়। ২১ ডিসেম্বর আরও একটি অভিযানে ধামইরহাট সদর এলাকা থেকে ৩৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শাকিল নামে একজনকে আটক করে বিজিবি। ২৫ ডিসেম্বর ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন জব্দ করা হয়। ২৬ ডিসেম্বর ভেড়ম এলাকায় অভিযান চালিয়ে ৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওবায়দুল হক নামের একজনকে আটক করা হয়। বিজিবির পাশাপাশি একই সপ্তাহের ২৩ ডিসেম্বরে উপজেলার নাহার ফিলিং স্টেশন নামক একটি পেট্রোল পাম্প এর সামনে অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মুরাদ হোসেন নামক একজনকে হাতেনাতে আটক করেন নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

    স্থানীয়রা অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রাতের আধারে মাদকের চোরাচালান চলে অবাধে। ধরাছোঁয়ার বাহিরে মাদকে জড়িত রাঘববোয়ালেরা। উপজেলার আলতাদিঘী শালবনসহ বেশ কিছু গ্রাম দিনদিন হয়ে উঠেছে মাদকসেবী ও মাদক চোরাকারবারিদের জন্য নিরাপদ স্থান। দ্রুত ভারত থেকে অবাধে আসা মাদক নিয়ন্ত্রণ করা না গেলে চরম খেসারত দিতে হবে আগামি প্রজন্মকে এমনটা ধারণা তাদের।

    পত্নীতলা ১৪বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আব্দুল্লাহ আম মামুন জানান, আমি সদ্য ব্যাটালিয়নে যোগদান করেছি। আশাকরি মাদকসহ সীমান্তে সকল ধরণের অপরাধ রোধে বাংলাদেশ বিজিবির সদস্যরা গুরুত্বপূর্ণ ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সীমান্তে সকল ধরণের অপরাধ দমনে সকলের নিকট সহযোগীতা কামনা করেন তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…