নানা নাটকীয়তা আর সমালোচনার মুখে শেষ মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে অনেকটা জোড়া-তালি দেওয়া একাদশ নিয়েই মাঠে নেমেছিল চট্টগ্রাম। যদিও সেই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে তারা। তবে দলে বেশ কয়েকটি জায়গায় ভালো ক্রিকেটারের অভাব তাদেরকে ভুগিয়েছে।
এবার সেই জায়গা পূরণ করতে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। নিলামে দল না পাওয়া বাংলাদেশি ব্যাটার সাদমান ইসলামসহ তিন বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
মূলত ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই বিপিএলের বাকি অংশের জন্য সাদমানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২০ বিপিএলের পর এবারই প্রথম খেলবেন তিনি। ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের পর চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে সাদমানকে।
সাদমানের পাশাপাশি আরো তিন বিদেশিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। আসিফ আলী, আমের জামাল ও হাসান নাওয়াজের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। তিন জনই পাকিস্তানি ক্রিকেটার। নাওয়াজ ছাড়া বাকি দুজনের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে।
চট্টগ্রাম রয়্যালস:
শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বাগ, আসিফ আলী, হাসান নাওয়াজ, আমের জামাল, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, সাদমান ইসলাম।