এইমাত্র
  • দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা
  • লারা-শচীনদের ২২ হাজারী ক্লাবে রুট
  • চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম
  • মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যে বুট পায়ে ২০২৬ বিশ্বকাপ মাতাবেন মেসি
  • দর্শনায় ১৪ ভারতীয়কে পুশব্যাক
  • কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ
  • ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
  • যুব বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
  • দল ছাড়লেন এনসিপির আরেক নেতা
  • আজ রবিবার, ১৪ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাঁশখালীতে নির্মিত হলো ‘শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার’

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

    বাঁশখালীতে নির্মিত হলো ‘শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার’

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

    ‘ইনসাফের বাংলাদেশ’ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে এই অঙ্গীকারকে ধারণ করে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও সাহসী ছাত্রনেতা শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মুন্সিখীল গ্রামের চৌধুরী বাড়ি এলাকায় নির্মিত হয়েছে ‘শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার’। ইতোমধ্যে পাঠাগারটির নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।

    উদ্যোক্তারা জানান, এটি কেবল একটি পাঠাগার নয়, বরং ন্যায়, মানবিকতা ও আদর্শিক সংগ্রামের চেতনা ছড়িয়ে দেওয়ার একটি জীবন্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও সচেতন পাঠকদের জন্য এটি মুক্ত জ্ঞানচর্চা ও মননশীলতার এক উন্মুক্ত পরিসর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

    সংশ্লিষ্টদের মতে, শহীদ শরীফ ওসমান হাদির জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তা এই পাঠাগারের মূল দর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

    পাঠাগারটি প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করছে মাওলানা জুলকারনাইন চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট। পাশাপাশি সাবেক ছাত্রনেতা আনিসুল আজম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় উদ্যোগটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের মতে, আদর্শিক নেতৃত্ব ও সচেতন প্রজন্ম গঠনে এমন প্রতিষ্ঠান সময়ের দাবি।

    ট্রাস্ট সূত্রে জানা যায়, পাঠাগারটি ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। উদ্বোধন উপলক্ষে শহীদ হাদির স্মরণে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে। পরবর্তীতে পাঠাগারটি জাতীয়করণের লক্ষ্যে গ্রন্থাগার অধিদপ্তরে আবেদন করা হবে। চালু হওয়ার পর নিয়মিত পাঠচক্র, আলোচনা সভা, স্মরণসভা ও আদর্শভিত্তিক পাঠ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

    পাঠাগার প্রতিষ্ঠা প্রসঙ্গে পৃষ্ঠপোষক আনিসুল আজম চৌধুরী বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সংগ্রামী মানুষ। তাঁর স্বপ্ন ছিল ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ। এই স্মৃতি পাঠাগার শুধু একটি স্থাপনা নয়; এটি তাঁর চিন্তা ও আদর্শের ধারক হয়ে থাকবে।’

    তিনি আরও জানান, পাঠাগারে শহীদ হাদির পরিধান করা দুটি বস্ত্র দর্শনার্থীদের জন্য সংরক্ষণ ও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি হাদির লেখা, তাঁর জীবন ও সংগ্রামভিত্তিক গ্রন্থ, প্রবন্ধ ও স্মারক সংগ্রহ করে পাঠাগারে রাখা হবে, যাতে পাঠকরা তাঁর চিন্তাধারার সঙ্গে সরাসরি পরিচিত হতে পারেন।

    স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সচেতন মহলের মতে, ‘শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার’ চাম্বলসহ আশপাশের এলাকার তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক বাতিঘর হয়ে উঠবে। এখানে তারা কেবল পাঠ্যবই নয়, বরং ন্যায়বোধ, প্রতিবাদী চেতনা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। তাঁদের মতে, বর্তমান সময়ে তরুণ সমাজ যখন নানা বিভ্রান্তি ও অবক্ষয়ের মুখোমুখি, তখন এমন আদর্শভিত্তিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও আশাব্যঞ্জক।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…