মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত একটি পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের জৈনসার গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে চালক শাহিন (২০)-এর ভাড়ায় চালিত একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরপরই সিরাজদীখান থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান শুরু করে।
অভিযোগ প্রাপ্তির ছয় ঘণ্টার মধ্যেই সিরাজদীখান থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে লৌহজং উপজেলার কালপাড়া এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি ব্যাটারিসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবীপুর গ্রামের আব্দুর মজিদ শেখের ছেলে সিফাত শেখ (২৩) এবং লৌহজং উপজেলার কালপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মামুন দেওয়ান (২২)।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, অটোরিকশা চুরির ঘটনায় জড়িত পেশাদার দুই চোরকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
এসআর