চলনবিলে পরিবেশ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশকর্মীরা। নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ অভিযানে একটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়, অবৈধ জাল ও সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ১০টি বক পাখি অবমুক্ত করা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বাজার এলাকায় এসব উদ্ধার করা হয়।
বকগুলো অবমুক্ত করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
এর আগে চলনবিলের আগলাড়ুয়া বিলে পরিবেশকর্মী জুলহাজ কায়েম, মোতালেব ও রাকিব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত অবৈধ বাঁশের কেল্লা ভেঙে ফেলা হয় এবং শিকারিদের ব্যবহৃত জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস. এম. রাজু আহমেদ জানান, চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি স্থানীয় জনগণকেও পাখি ও প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
এনআই