এইমাত্র
  • কেএফসির বিরুদ্ধে মামলা জিতে ক্ষতিপূরণ পেলেন ৮১ লাখ টাকা
  • গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর
  • সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ
  • এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম
  • লন্ডন ছেয়ে গেছে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে
  • ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’
  • জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
  • হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ
  • মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার
  • সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি বিশ্বের জন্য হুমকি: সোমালিয়া
  • আজ রবিবার, ১৪ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

    মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

    আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামার কথা মুস্তাফিজুর রহমানের। তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে বাঁহাতি এই পেসারকে।

    তবে টুর্নামেন্ট শুরুর প্রায় তিন মাস আগেই অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে জড়িয়ে পড়েছে আইপিএল এবং মুস্তাফিজের অংশগ্রহণ। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কয়েকজন ধর্মীয় নেতা প্রকাশ্যে মুস্তাফিজকে খেলানোর বিরোধিতা করেছেন। এমনকি ম্যাচ হলে মাঠে ভাঙচুর চালানোর হুমকির কথাও বলেছেন তারা। এতে করে ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ এক বক্তব্যে দাবি করেন, বাংলাদেশি খেলোয়াড় মাঠে নামলে ‘তপস্বী যোদ্ধারা’ ম্যাচে বাধা দেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে।

    এই প্রতিবাদের পেছনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া কয়েকটি সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে।

    এই পরিস্থিতিতে মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ কতটা নির্বিঘ্ন হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ প্রসঙ্গে বলেছেন, বিষয়টি ক্রিকেট অপারেশন্স বিভাগ দেখবে এবং আইপিএলের সূচি ও জাতীয় দলের ব্যস্ততা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

    আইপিএল চলাকালীন সময়ে আন্তর্জাতিক সূচিতেও ব্যস্ততা রয়েছে বাংলাদেশের। এপ্রিল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে জাতীয় দল। সে কারণে পুরো আইপিএলে অংশ নেওয়া মুস্তাফিজের পক্ষে সম্ভব নয়। অন্তত ওয়ানডে সিরিজে তাকে জাতীয় দলের হয়ে খেলতেই হবে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও জানিয়েছেন, আইপিএলের মাঝপথে প্রায় আট দিনের জন্য মুস্তাফিজকে দেশে ফিরতে হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কী সিদ্ধান্ত নেয়, সেটির দিকেই এখন নজর ক্রিকেট মহলের।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…