এইমাত্র
  • সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
  • খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা দেবেন আগামীকাল
  • ৩৩ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এল ২৭ দিনে
  • কেএফসির বিরুদ্ধে মামলা জিতে ক্ষতিপূরণ পেলেন ৮১ লাখ টাকা
  • গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর
  • সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ
  • এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম
  • লন্ডন ছেয়ে গেছে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে
  • ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’
  • জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
  • আজ রবিবার, ১৪ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

    সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

    সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে। রোববার আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে শিয়া মতাবলম্বী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও আরও ৬০ জনের বেশি আহত হয়েছে।

    কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া, তারতুস ও জাবলেহ-সহ দেশটির বিভিন্ন শহরে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

    সিরিয়ার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় আটজনের প্রাণহানির ঘটনার দু’দিন পর দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় শত শত আলাউইত সিরীয় রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

    ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারতুস ও লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন।

    ঘটনাস্থল থেকে আল জাজিরার একজন প্রতিবেদক বলেছেন, লাতাকিয়ার আজহারি গোলচত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। পাশাপাশি তারতুসে বানিয়াসের আল-আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করেছেন। এতে সেনাবিাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।

    তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মসজিদে হামলার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসরত আলাউইত ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল গাজাল।

    সরকারবিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ফেডারেল শাসনব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়। প্ল্যাকার্ডে ‘সাম্প্রদায়িক বক্তব্য’ বন্ধের দাবিও জানানো হয়।

    ৪০ বছর বয়সী গৃহিণী হাদিল সালহা বলেন, আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শিগগিরই ফেডারেল ব্যবস্থা চালু করা। কারণ আলাউইতদের রক্ত সস্তা নয়, সাধারণ সিরীয়দের রক্তও সস্তা নয়। আমরা আলাউইত বলেই আমাদের হত্যা করা হচ্ছে।

    গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের অবসানও ঘটে।

    সূত্র: আল জাজিরা

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…