সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার বৈষম্যবিরোধী মামলার তদন্তপ্রাপ্ত আসামি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জাফরুল ইসলাম তারেককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাফরুল ইসলাম তারেক (২৬) পৌরসভার স্বরস্বতি এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রবিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা। ৫ আগষ্টের পর বিভিন্ন সময় ছাত্রলীগের ঝটিকা মিছিলে সম্মুখভাগে তার সরব উপস্থিত রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এস আই সাঈদ আহমদ বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।’
ইখা