নড়াইলে সংসদীয় আসন দুইটি। কালিয়া উপজেলা, একটি পৌরসভা ও সদর উপজেলার কলোড়া, বিছালী, সিঙ্গাশোলপুর, সেখহাটী ও ভদ্রবিলা এ পাঁচ ইউনিয়ন নিয়ে নড়াইল-১ আসন গঠিত। লোহাগড়া উপজেলা ও সদর উপজেলার দুটি পৌরসভা এবং ২১টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৪জন প্রার্থী।
এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫ জন এবং নড়াইল-২ আসনে ৯ জন মোট -২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পাটির প্রার্থী মো. মিল্টন মোল্যা,স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আঃ রহমান, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, বিএম নাগিব হোসেন, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,
জাতীয় পাটির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হান্নান সরদার, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সাধারণ মো. মনিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সোয়েব আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
এসআর