ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নদীতে মধ্যরাত থেকে কুয়াশার ঘনত্ব দ্রুত বাড়তে থাকায় নদী অববাহিকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌ-পথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নৌ দূর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ।
এসময় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে পার হতে আসা যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে যায়। এতে অপেক্ষায় থাকা গাড়ীর চালকসহ যাত্রীরা প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়ে।
বিআইডব্লিউটিসি-র দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, “ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তিকে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।”
এসআর